কাহিনী সংক্ষেপ
মুক্তিযুদ্ধ ও একাত্তরের আদর্শ বুকে নিয়ে, যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে দেখতে আসে মল্লিকা। বিপত্নীক মাহমুদের বাড়িতে ওঠে। মাহমুদ তার এক সময়ের সহযোদ্ধা ও ভালোবাসার মানুষ। দুই ভার্সিটি পড়ুয়া ভাগ্নি রিয়া আর পিয়াকে নিয়ে তার জীবন। রিয়া-পিয়াও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করছে নিজেদের মধ্যে। তাদের পছন্দের মানুষ আছে। নাম রেজা ও সাগর। এই দুই যুবকও স্বাধীনতার আদর্শকে লালন করে চলেছে। মল্লিকা একজন বীরাঙ্গনা। একাত্তরের সে একজন নারী মুক্তিযোদ্ধা। তার একাত্তরের জীবন ও যুদ্ধের গল্প শোনায় সে নতুন প্রজন্মকে। এভাবেই এগিয়ে যায় ছবিটির কাহিনী।
Pingback: বাংলা চলচ্চিত্রের সালতামামি ২০১৩ | দারাশিকো'র ব্লগ