← কমন জেন্ডার

ট্রিভিয়া

  1. কমন জেন্ডার তৈরীর আগে একই নামে একটি টিভি নাটক বানিয়েছিলেন নির্মাতা নোমান রবিন।
  2. কমন জেন্ডার প্রথম বাংলাদেশী চলচ্চিত্র যা গোল্ডেন গ্লোব এবং INPUT, International Television conference" South America-তে প্রদর্শিত হয়।
  3. কমন জেন্ডার দুই দফায় মুক্তি দেয়া হয়। প্রথম দফায় মুক্তি পায় ২০১২ সালের ২২ জুন। এ সময় ঢাকার বলাকা, মধুমিতা, পূর্ণিমা, নারায়নগঞ্জের গুলশান, পাগলার গীত এবং যশোরের মনিহার হলে মুক্তি দেয়া হয়। একই সাথে ইতালীর রোমা-ইতালী থিয়েটারেও ছবিটি প্রদর্শিত হয়। দ্বিতীয় পর্যায়ে মুক্তি দেয়া হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর তারিখে।
  4. পরিচালক নোমান রবিন বিবিসির সাথে এক সাক্ষাতকারে ছবিটি নির্মানের চিন্তা কেন করেছিলেন তা বর্ণনা করেন। তার ভাষায়, “একটা শপিং মলের পুরুষদের টয়লেট ব্যবহার করতে চাইছিল এক হিজড়া। তাকে সেটা ব্যবহার করতে দেয়া হয়নি। তখন সে ঢুকলো মহিলাদের টয়লেটে। সেখান থেকেও তীব্র চিৎকার করে মহিলাদের প্রতিবাদ। তারপর সিকিউরিটি গার্ডদের ডাকা হলো। তারা এসে বেদম পেটালো তাকে। সেদিনই প্রথম আমার মাথায় বিষয়টি এলো। ভাবলাম এদের নিয়ে কাজ করা দরকার। সেখান থেকেই শুরু বলতে পারেন।”
  5. মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী কমন জেন্ডারকে 'এক দশকের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র' ক্যাটাগরীতে পুরুস্কৃত করে।