← লাল টিপ

ট্রিভিয়া

  1. লালটিপ ছবির ৯ মাস শুটিংয়ের পর পোস্ট প্রডাকশনের কাজ শেষ করতে সময় লাগে ৭ মাস।
  2. ছবির নাম লাল টিপ কেন এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, বিদেশি সংস্কৃতিতে বেড়ে ওঠা একটি বাঙালি মেয়ের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এ ছাড়াও জাতীয় পতাকায় সবুজ জমিনে যে লাল বৃত্ত আছে সেটাও লাল টিপের মতোই একটি জ্বলজ্বলে সূর্য। সবচেয়ে বড় আর সুন্দর লাল টিপটি পরে আছে আমার মাতৃভূমি। সে জন্যই আমার প্রথম ছবির নাম রেখেছি লাল টিপ।