কাহিনী সংক্ষেপ
আসলাম সিকদার তার স্ত্রীকে প্রাপ্য অধিকার না দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। সে তার সন্তান বাদশারও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় আসলাম। তার কূটচালে এক সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে মা-ছেলে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করতে যায় মা। ২০ বছর পর ঘটনাচক্রে ছেলেকে কাছে পেলেও পথের কাটা হয়ে হয়ে দাঁড়ায় সেই আসলাম সিকদারই। এর মধ্যে টিক্কা খানের মতো আরও আরও মন্দ চরিত্রের আগমন ঘটে কাহিনিতে। বাদশার কারণে সত্য ও ন্যায়ের জয় হয়, হেরে যায় আসলাম ও তার বাহিনী।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।