← চোরাবালি

মন্তব্য করুন।

৬টি রিভিউ

  1. আন্ডারগ্রাউন্ড, পলিটিক্স, গ্যাং, ক্ষমতা- এই সব নিয়ে ছবি গুলো আমাকে বরাবরি মুগ্ধ করে। চলচ্চিত্রটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রথম কথা, বিনোদন। দ্বিতীয় কথা, এই ধরনের গল্প সব সময় ই আমাদের চারপাশের সমাজকে আকর্ষণ করে। এক্ষেত্রে, এই গল্পের উপস্থাপনটাও চমৎকার হয়েছে। রেদওয়ান রনি কে ধন্যবাদ এই ধরনের একটি গল্প নিরবাচন করে তা চিত্রায়ন করার জন্য।

  2. কাহিনি একেবারেই গতানুগতিক … পুরাতন দিনের বাংলা সিনেমার কথা মনে পড়ে গেছিল দেখতে গিয়ে। জোর করে কিছু ট্যুইস্ট প্রবেশ করানো হয়েছে, আমার ভাল লাগেনি।

    তবে সমালোচনা করার থেকে প্রশংসা করার উপাদান খোঁজাটাই এক্ষেত্রে যুক্তিযুক্ত। কারণ এভাবেই খারাপ থেকে ভাল হতে থাকবে চলচ্চিত্র, একসাথে চার-পাঁচটা সিঁড়ি ডিঙোতে গেলে হোঁচট খাবার সম্ভাবনা বেশি। কিন্তু কাহিনি আরো ভাল হওয়া উচিৎ ছিল …

  3. দর্শকদের সিনেমা হলে নেয়ার জন্য দুর্বল কাহিনী নির্ভর হলেও প্রয়াসটা খারাপ না। এক বাক্যে খুব একটা ভালো বা খারাপ কোনটাই না।

  4. চোরাবালি গতানুগতিক বাংলা সিনেমার যে ধরন তার থেকে আলাদা বলতেই হবে। তবে কিছু প্রশ্ন থেকে যায়:
    ১. সুমনের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া দেয়া না হলেও নবনীর মুখ দিয়ে সুমনের সাথে কথা বলার সময় ক্রমাগত ইংরেজি সংলাপ বেশ শ্রুতিকটু।
    ২. সুমনের চরিত্রে ইন্দ্রনীলের আমদানি বাহুল্য মনে হয়েছে। বরং সাব্বির হয়তো ভাল অভিনয় করতো।
    ৩. সবচে দুঃখজনক, সেলিম বাদে বাকি কেউই অভিনয় করার সুযোগ পায় নি ঠিক মতো। ফলে ইন্দ্রনীলের আমদানি আসলেই একটা অপচয়।
    ৪. সাংবাদিকদের কালচার আরো ভালভাবে জানা দরকার ছিল পরিচালকের। তারা নিজেদের কলিগ বা সিনিয়রদের স্যার সম্বোধনে অভ্যস্ত না। বরং “ভাই” কালচারে তারা অভ্যস্থ। এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকতা এদেশে কতটুকু আছে এটা নিয়ে আমি সন্দিহান।

    শা শা করে সীন না কেটে একেকটা দৃশ্যকে আরো ম্যাচিউর করতে দেয়া দরকার ছিল।
    আমার রেটিং:৭/১০

রিভিউ লিখুন

আরও ছবি