কাহিনী সংক্ষেপ
দেশভাগের পর রাজমোহন রায়ের স্ত্রী, পুত্র ও কন্যা কলকাতায় চলে গেলেও তিনি নিজের দেশে থেকে যান। কলকাতায় তার পরিবার আর্থিক সংকটে পড়লে তিনি তার ছেলের বিয়ের পালঙ্ক মাত্র ৫০ টাকায় তিনি মকবুলের কাছে বিক্রি করে দেন। গ্রামের অবস্থা সম্পন্ন প্রতিবেশীরা মকবুলের কাছ থেকে পালঙ্কটি কেনার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মকবুল ও তার স্ত্রী ফতেমা কোনো মূল্যেই সে পালঙ্ক বিক্রি করতে রাজী হয় না।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।