জালালদের পিতারা, পিতাদের জালালরা

Jalaler-Golpo-2শুনেছি ‘জালালের গল্প’ ছবির নাম শুরুতে রাখা হয়েছিলো ‘জালালের পিতাগণ’। ছবিটা দেখে অনেকেই এমন মত প্রকাশ করেছেন যে আগের নামটাই যথাযথ ছিলো। এ প্রসঙ্গে আমার কোন ভাবনা তৈরি হয়নি। অন্য অনেক প্রসঙ্গেই হয়েছে। সেই ভাবনা প্রকাশ করার তাগিদ থেকেই এই লেখা।

ছবিটা দেখার আগেই বেশ কিছু রিভিউ পড়েছিলাম। পড়েছিলাম পরিচালকের সাক্ষাৎকারও। জেনেছিলাম তিনি সচেতনভাবেই কোন গান রাখেননি ফিল্মে। দেখাতে চেয়েছেন গান ছাড়াও ফিল্ম হয়। বলা বাহুল্য তিনি তা দেখাতে পেরেছেন। অন্তত একটা গান থাকলেই যে ছবির প্রচারণা অনেক সহজ হতো তা জেনেও স্পর্ধার সঙ্গে তার বিপরীতে দাঁড়িয়েছেন পরিচালক। সফল তিনি। Continue reading