আমি রূপনগরের রাজকন্যা
রুপের যাদু এনেছি
ইরান ,তুরান পার হয়ে আজ
তোমার দেশে এসেছি।
খুব ছোটবেলায় যখন এই গান টা “ছায়াছন্দ” অনুষ্ঠানে দেখতাম তখন ভাবতাম ইরান, তুরান কোথায়? এই মেয়েটি কি সত্যি ইরান, তুরান পার হয়ে এদেশে এসেছে? একটু বড় হয়ে জানলাম, ইরান একটা দেশ।কিন্তু তুরান কি সেই ধোঁয়াশা কাটতে আরো অনেক সময় লাগলো। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে হাতে আসলো ফেরদৌসি’র “শাহনামা”। সেখানে অবশেষে পেলাম তুরানের বর্ণনা। আরো কিছু বই ঘেঁটে ইরান, তুরানের মেয়েদের রূপের বর্ণনাও পেলাম। আপ্লুত হলাম এই ভেবে, যে কিশোরী মেয়েটির রুপে মুগ্ধ হয়ে ইরান, তুরান নিয়ে এতো কৌতুহল সে দূরের কেউ নয় – আমাদের বাংলাদেশের মেয়ে শবনম।
আমাদের নায়িকারা সিরিজে আজ নায়িকা শবনমের কথাই বলবো, যদিও এতো স্বল্প পরিসরে শবনমকে নিয়ে একটা লেখা দাঁড় করানো কঠিন। Continue reading