
প্রথমেই অবাক করা কথা দিয়ে শুরুটা করি। জানলে অবাক না হয়ে পারবেন না যে এমন একটা ক্লাসিক সিনেমা জীবনে এখন পর্যন্ত মাত্র নয়বার দেখেছি। এর অাগে অাটবার আর গত পরশু দেখার পর নয়বারে ঠেকেছে। কারণটা জিজ্ঞেস করতে হবে না, বলছি। ‘অানন্দ অশ্রু’ দেখার সময় প্রথমে ‘অানন্দ’ অার পরে ‘অশ্রু’-র যে আগমন তার মধ্যে অশ্রুটাই আমাকে বেশি জ্বালাতন করে দেখার সময় তাই এত কমবার দেখা। তাই বলে অাবার ভাববেন না যে সিনেমাটি পুরো দেখিনি। একদম পাই পাই করে দেখা, মুখস্থ। Continue reading







ছেলেবেলায় দেখা আপনার সেরা দেশীয় সিনেমা কোনটি?