জাহিদুর রহিম অঞ্জনের সিনেমা মেঘমল্লার বাঙলাদেশের সিনেমার স্টিরিওটিপিকাল ধারাকে ভেঙে বিনির্মাণ করেছে নতুন এক ধরণ যেমনটি অনেকবছর আগে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে ঘটিয়েছিলেন মনি কাউল তার ‘উসকি রোটি (১৯৬৯)’ সিনেমার মাধ্যমে।
নূরুল হুদা দেশের একটি মফস্বল শহরের সরকারি কলেজের রসায়নের শিক্ষক। স্ত্রী আসমা এবং পাঁচ বছরের মেয়ে সুধাকে নিয়ে তার সংসার। সাথে থাকে আসমার ছোট ভাই মিন্টু। একদিন মিন্টু যুদ্ধে চলে যায়। ফলত নূরুল হুদা শঙ্কিত হয়ে পড়ে নিজের সংসার নিয়ে। Continue reading