সম্পাদকের নোটঃ বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-তে সাধারণভাবে বাংলাদেশী ব্যতীত অন্যান্য দেশের চলচ্চিত্র নিয়ে কিছু প্রকাশ করা হয় না। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলো ভৌগলিকভাবে ভারতীয় চলচ্চিত্র হলেও বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য অল্প যে কজন বাঙ্গালী চলচ্চিত্র নির্মাতা বিশাল ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে সত্যজিত রায়, ঋত্বিক ঘটক প্রমুখ উল্লেখযোগ্য। তাই এ সকল নির্মাতা ও তাঁদের সৃষ্টি সম্পর্কে ব্লগ বা রিভিউ প্রকাশের ব্যাপারে বিএমডিবি তার সাধারণ নীতিমালা শিথিল করে। আশা করি বাংলাদেশী চলচ্চিত্রপ্রেমিরাও ব্যাপারটিকে সেভাবে গ্রহণ করবে। ধন্যবাদ।
সত্যজিতের ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’ কে আমি গল্পের পারস্পেক্টিভে তিনভাবে বর্ণনা করতে পারি। পথের পাঁচালীর ক্ষেত্রে গল্পে ‘বাস্তবতা’… অপরাজিত’র ক্ষেত্রে গল্পে ‘আবেগ’… এবং অপুর সংসারের ক্ষেত্রে গল্পে ’চূড়ান্ত পরিণতি’।
অনেক প্রখর সমালোচক সত্যজিতের স্টোরিটেলিং নিয়ে এক সময় প্রখর সমালোচনা করেছেন, এখনও করেন। যেমন, সত্তরের দশকের মার্কিন চলচ্চিত্র সমালোচক স্ট্যানলী কফম্যান এ সম্পর্কে একবার বলেছিলেন, “সত্যজিতের কিছু সমালোচকেরা প্রায়ই মনে করে থাকেন যে, তিনি বোধহয় সবসময়ই তার গল্পের চরিত্রগুলো নিয়েই বেশী মেতে থাকেন, চরিত্রগুলোর জীবনের নাটকীয় বিন্যাসের দিকে তিনি মনে হয় ভ্রুক্ষেপই করেন না”। Continue reading