ওয়ার্নিং সিনেমায় প্লেব্যাক-এ গুরু জেমস

বেশ অনেক দিন পর গুরু জেমসের গান শুনলাম। আপকামিং “ওয়ার্নিং” সিনেমার একটা গান গতকাল ৮ ডিসেম্বর ইউটিউবে রিলিজ হল। গানটা এখানে লিংক করলাম।

গানের কথাগুলো এরকম:

এত কষ্ট কষ্ট লাগে অন্তরে, যেন কান্নার কবিতা

তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা

পাবো হায় সুখের দেখা কি?

নিঃসঙ্গ এই আমি একাকী

কেউ জানে কি

কেউ জানে কি

কতটা আমি আজ একাকী ।।

 

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি

গিয়েছি ভেঙেচুড়ে

পৃথিবী জানে না, হৃদয় মানেনা

হয়েছি ভবঘুরে

পাবো হায় সুখের দেখা কি?

নিঃসঙ্গ এই আমি একাকী

কেউ জানে কি

কেউ জানে কি

কতটা আমি আজ একাকী ।।

গানের কথা ও কম্পোজিশন এক কথায় বেশ শ্রুতিমধুর ও জেমসসুলভ। শোনার আমন্ত্রন 🙂

চার অক্ষরে ভালোবাসা’র ট্রেলার

২৮ নভেম্বর মুক্তি পেয়েছে নিরবপপি অভিনীত চলচ্চিত্র ‘চার অক্ষরে ভালোবাসা’। মো: জাকির খান পরিচালিত ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, সূচরিতা, রাবিনা, শিবা শানু প্রমুখ।

কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে সামাজিক-রোমান্টিক আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে পরিচালক জানান। ছবিতে ফেরদৌস ও নিরব দুই ভাই থাকেন। ঘটনাক্রমে বড় ভাই ফেরদৌসের প্রেমিকা পপিকে বিয়ে করে ফেলেন নিরব। এরপর পারিবারিক কলহ তৈরি হয়। সেই কলহ থামাতেই ছবির গল্পকে টেনে শেষের দিকে নিয়ে যায়। সিনেমাটি’র ট্রেলার দেখুন এখানে:

আমার আমি – অভিনেত্রী রিনা খান [ভিডিও]

বাংলাদেশী চলচ্চিত্রে পারিবারিক অশান্তির অন্যতম হোতা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পেছনে কুট চাল প্রণেতা, কুটনামীকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি রিনা খান (Rina Khan) । সুভাষ দত্তের হাত ধরে মঞ্চ থেকে চলচ্চিত্রে অভিনয়ে আসেন তিনি। রিনা খান অভিনীত প্রথম চলচ্চিত্র সোহাগ মিলন ১৯৮২ সালে মুক্তি পায়।

গত ১৮ অক্টোবর ২০১৪ তে অভিনেত্রী রিনা খান বাংলা ভিশন চ্যানেলে তার অভিনয় জীবনের বিভিন্ন প্রসংগ তুলে ধরেন। এখানে অনুষ্ঠানটির ইউটিউব ভিডিওটি লিংক করা হলো: