খুব বেশী অবাক হয়েছি শাকিবের মুক্তি প্রতীক্ষিত সিনেমা শিকারী’র গান দেখে। অবাক হয়েছি এই কারণেই; শাকিব খান যতটা জনপ্রিয় আমাদের দেশের নায়ক হিসেবে; তার থেকে কম কটু কথা তাঁকে শুনতে হয়না।
তার একমাত্র কারণ একই কাহিনীর পুনরাবৃত্তি আর গল্পের কাহিনী চুরি করে সে অনুযায়ী সিনেমা করা। দোষটা কার আর চাপে কার উপর। দেশের চলচ্চিত্রের কথা মাথা রেখেই শাকিব খান অনেকটা বাধ্য হয়েই হাল ধরে আছেন বর্তমান ঢাকাই চলচ্চিত্রের।
কিন্তু তিনি যে বড়মাপের অভিনেতা তা প্রমান পেলাম শিকারী সিনেমার এই গানটি দেখে। তার লুকিং, তার গেটআপ, তার শারীরিক ভাষা সবই যেন নতুনভাবে পেলাম গানটি দেখে। স
র্বশেষ “মনপুরা” সিনেমা দেখেছিলাম সিনেমা হলে গিয়ে সেই কবে মনে নেই। কিন্তু আজ গানটি দেখার পর মনে হচ্ছে “শিকারী” সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখতে হবে।
দেখতে হবে নতুন করে পাওয়া আমাদের শাকিব খানকে। জয়তু শাকিব খান। জয়তু বাংলা সিনেমা।