হে মাতৃভূমি
কি দিলে প্রতিদান
মাগো তোমার জন্য
মোরা রক্ত দিলাম
৩০ লক্ষ তাজা প্রান
এমন একটি গানের জন্য ১৯৯১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী (নারী) শাখায় পুরস্কার পেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। যে গানটি ছিল ছবিতে যে চলচ্চিত্রের পোস্টার দেখছেন সেই ‘দাঙ্গা’ ছবির টাইটেল গান। যে গানটি শুনে কিশোর মনের রক্ত টগবগ করে উঠছিল। সেদিন শুধু আমি নই সিনেমাহলের ভেতর থাকা কয়েকশো দর্শকের রক্ত টগবগ করে উঠেছিল কাজী হায়াতের ‘দাঙ্গা’ নামের এই আগুনঝরা ছবিটি দেখে। পুরো ছবিটা যেন শিরোনাম সঙ্গীতের উল্লেখিত কথাগুলো বারবার প্রমান করে দিচ্ছিল, পুরো ছবিটা যেন বারবার সেই একই কঠিন প্রশ্নের সামনে আমাদের দাড় করিয়েছিল যা এককথায় অসাধারন। ‘দাঙ্গা’ শুধুই একটি বাণিজ্যিক বিনোদনধর্মী ছবির নাম নয়, ’দাঙ্গা’ হলো আমাদের নষ্ট সমাজ ও রাজনীতির নির্মম সত্যর চিত্রায়ন যা সেলুলয়েডের ফিতায় সাহসিকতার সাথে বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াত তুলে ধরেছিলেন। আজো ২৪ বছর আগের প্রেক্ষাপটটি এতটুকুও বদলায়নি বরং নষ্ট রাজনীতি আরও প্রকট আকারে আজ দেখা দিয়েছে। ২৪ বছর পরেও এই সমাজ, এই রাষ্ট্র আমাকে ‘দাঙ্গা’ ছবির গল্পটি বারবার মনে করিয়ে দেয়। Continue reading