গত বছর বান্ধবীকে নিয়ে অনন্ত জলিলের “মোস্ট ওয়েলকাম” সিনেমা দেখতে গিয়েছিলাম। এর আগে ‘স্পীড‘ নামক সিনেমার ব্যাপক জনপ্রিয়তা ছিল মোস্ট ওয়েলকাম দেখার মূল প্রেরণা। সিনেমা হলে গিয়ে হাসতে হাসতে উল্টে পড়ে গেছিলাম। চরম বিনোদনে ভরপুর ছিল সিনেমাটি। নিঃস্বার্থ ভালোবাসার নাম, প্রচার এবং প্রসার দেখে ধরেই নিয়েছিলাম এবারও সিনেমাটি ফাটাফাটি রকমের হিট হবে। অবশেষে গতকাল সিনেমাটি দেখে এলাম। দুর্দান্ত সব স্পেশাল ইফেক্টের ব্যবহার, ভারতের শান এবং কৈলাস খের-কে দিয়ে গাওয়ানো গান, দেশ বিদেশের লোকেশন, একশন সব মিলিয়ে কমার্শিয়াল সিনেমার সবকিছুই ছিলো এই সিনেমাতে। Continue reading
লিখেছেনঃ একুয়া রেজিয়া
২০১০ সাল থেকে একুয়া রেজিয়া নাম নিয়ে, ব্লগিং-এর মাধ্যমে আমার লেখালেখির সূচনা। লেখাপড়ার বিষয় চার্টার্ড একাউন্টেন্সি। আমি স্বাধীনচেতা, অন্যমনা। জীবনানন্দ দাশের কবিতার খুব ভক্ত। রবি ঠাকুরের সব লেখাই আমার প্রিয়। বিদেশী লেখকদের মধ্যে মাক্সিম গোর্কি, ও হেনরীর লেখা পছন্দ। লেখালেখি করতে ভালোবাসি। নিজের লেখার চরিত্রগুলো আমার বেশ আপন মনে হয়। স্কুল জীবন থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র, এস্ট্রোনোমিক্যাল এ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি। নগরের বিস্মৃত আঁধারে আমার প্রথম বই।