বাংলা মুভি ডেটাবেজ ওয়েবে আপনাকে স্বাগতম।
মুখ ও মুখোশ সিনেমার মাধ্যমে বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির যে যাত্রা শুরু হয়েছিল ১৯৫৬ সালে, তা এই ২০১৩ তে এসে খুব ভালো নেই। স্বাধীনতার পর চল্লিশ বছর কেটে গেছে কিন্তু বিশ বছর বাদে এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল, চল্লিশ বছর পরে বাস্তবতা অনেকটা হতাশাজনক। বর্তমানের এই অবস্থার কারণ খুজতে গেলে পিছিয়ে যেতে হবে কমপক্ষে এক দশক। অশ্লীলতা আর নোংরামিতে ভরপুর সিনেমার হঠাৎ উত্থান সবার বিনোদনের মাধ্যম বাংলাদেশী সিনেমাকে নির্দিষ্ট এক শ্রেনীর দর্শকের জন্য নির্দিষ্ট করে দিয়েছিল। ভালো নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছিল, নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের আগমন রুদ্ধ হয়ে গিয়েছিল, সিনেমা হলগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিতে শুরু করেছিল।
কিন্তু আশার দিক হল, এই দুরাবস্থাসত্ত্বেও এ দেশের সিনেমাপ্রিয় মানুষ ও নির্মাতারা পিছিয়ে যান নি, সংগ্রাম করে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিকে সম্ভাবনার অমিত শিখরে স্থান দেয়ার। বর্তমানে দেশে বছরে মাত্র ৪৫-৫০ টি সিনেমা মুক্তি পেলেও মুক্তি প্রাপ্ত সিনেমা নির্মাতাদের মধ্যে তরুন, যোগ্য ও দক্ষ নির্মাতারা ধীরে ধীরে স্থান করে নিচ্ছেন। নির্মিত সিনেমা বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার অর্জন করছে, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও মুক্তি পাচ্ছে। নির্মাতাদের পাশাপাশি এদেশের দর্শকরাও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠেছে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে তারা সেই মানের সিনেমা দেখতে চায় যা পাল্লা দিয়ে টিকে থাকবে বিশ্বের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির সাথে। অতি সম্প্রতি সরকারও সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার জন্য কিছু পদক্ষেপও গ্রহন করেছে – বাংলাদেশী চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষনা করা হয়েছে, সিনেমা হলগুলোর জন্য কর অবকাশ দেয়া হয়েছে, সিনেপ্লেক্স নির্মানে উৎসাহ দেয়া হয়েছে, ডিজিটাল সিনেমাকে স্বীকৃতি দেয়া হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসরকারী পর্যায়ে বিনিয়োগে এগিয়ে এসেছে বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠান। সবগুলো বিষয়কে একত্রে দেখলে বোঝা যাবে এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি বিপ্লব ঘটতে যাচ্ছে এবং হয়তো বর্তমান সময়টা একটি বিপ্লবকালীন সময়।
এই বিপ্লবকে বেগবান করে তুলতেই বাংলা মুভি ডেটাবেজ।
সাধারণভাবে ‘বাংলা মুভি ডেটাবেজ’ বাংলাদেশীয় সিনেমার ডেটাবেজ। তবে ভবিষ্যতে একে বাংলাদেশীয় সিনেমার পাশাপাশি বাংলা ভাষাভাষী যে কোন দেশীয় সিনেমার ডেটাবেজে রূপান্তর করার আন্তরিক প্রচেষ্টা আমাদের থাকবে। আপাতত: বাংলাদেশী সিনেমার ডেটাবেজকে পূর্ণাঙ্গ করার প্রচেষ্টা চলছে। এর পরে একে একে বাংলাদেশী নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ডেটাবেজ তৈরীর প্রচেষ্টা চালানো হবে।
আমরা স্বীকার করছি এই ওয়েবসাইটের নাম ও ধারণা ইংরেজি আইএমডিবি ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে। বাংলা সিনেমা সংক্রান্ত বিভিন্ন নাম গ্রহনের আন্তরিক চেষ্টা আমাদের ছিল, কিন্তু পছন্দের নাম পাওয়া সম্ভব হয় নি। প্রাথমিকভাবে এই ওয়েবসাইটে এন্ট্রিকৃত সিনেমার তথ্যসমূহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত যার মধ্যে বাংলা উইকিপিডিয়া, ইংরেজি আইএমডিবি উল্লেখযোগ্য। পরবর্তী তথ্যসমূহ বাংলা মুভি ডেটাবেজ এর নিজস্ব প্রচেষ্টায় সংগৃহীত। বাংলা মুভি ডেটাবেজ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তার বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা তৈরীর জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি অতি শীঘ্রই বাংলা মুভি ডেটাবেজ এর প্রমাণ দিতে সক্ষম হবে।
বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির এই পরিবর্তনকালীন সময়ে বাংলা মুভি ডেটাবেজ এর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এ দেশে নির্মিত সিনেমা অচিরেই বিশ্বসিনেমার তালিকায় স্থান করে নেবে সেই প্রত্যাশা থাকল। ধন্যবাদ।
অসাধারণ একটি প্রচেষ্টা। সঙ্গে আছি আপনাদের। তবে এই সাইটের উন্নতিকল্পে বলা, বেশ কিছু জায়গায় ইংরেজির খুব আক্ষরিক বাংলা ব্যবহার করা হয়েছে, যেমন “সদর দরজা”; তার চেয়ে পরিভাষা অথবা আধুনিক বাংলা শব্দের ব্যবহার এই সাইটের মান বৃদ্ধি করবে।
চমৎকার প্রচেষ্টা। পাশে থাকব।
আমার প্রোফাইলে আমার ছবি কিভাবে এ্যাড করব জানালে উপকৃত হব। ধন্যবাদ।
ধন্যবাদ এহসান।
প্রথমে http://gravatar.com/ এই লিংকে যান। তারপর যে ইমেইল অ্যাড্রেস দিয়ে বিএমডিবি-তে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেইল দিয়েই একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন, প্রোফাইল ছবি আপলোড করুন। পরবর্তীতে শুধু বিএমডিবি নয়, যত যায়গায়ই ইমেইল দিয়ে মন্তব্য করবেন – ওই প্রোফাইল ছবি শো করবে।
ভালো থাকুন।
অনেক ধন্যবাদ।
good luck bangla movie database
admain bi apner phone number plz