অনন্য মামুন

অনন্য মামুন কাহিনীকার আবদুল্লাহ জহির বাবুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি নিজেই কাহিনীকার হিসেবে পরিচিতি লাভ করেন। কাহিনীকার হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘জানোয়ার’। তার লেখা অন্যান্য চলচ্চিত্র হল ‘কথা দাও সাথী হবে’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘১০ নং মহাবিপদ সংকেত’, ‘অন্ধকার জীবন’, ‘আমার জান আমার প্রাণ’, ‘জাদরেল সন্তান’, ‘তুমি আমার স্বামী’।

অনন্ত জলিল প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবির মাধ্যমে অনন্য মামুন তার পরিচালনার অধ্যায় শুরু করেন। এরপর তিনি ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘ব্ল্যাকমেইল’, ‘ভালোবাসার গল্প’, ‘অস্তিত্ব’, ‘আমি তোমার হতে চাই’, ‘চালবাজ’, ‘তুই শুধু আমার’, ‘আবার বসন্ত’, ‘মেকআপ’, ‘নবাব এলএলবি’, ‘কসাই’, ‘সাইকো’, ‘অমানুষ’, ‘রেডিও’ ও ‘দরদ’ চলচ্চিত্র নির্মাণ করেন।

অনন্যর জন্ম ১৯৮৬ সালের ১ মার্চ বগুড়ার উত্তর চেলোপাড়াতে। তার আসল নাম আল মামুন। তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস সম্পন্ন করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আল মামুন
ডাকনাম অনন্য
জন্ম তারিখ মার্চ ১, ১৯৮৬
জন্মস্থান উত্তর চেলোপাড়া, বগুড়া

কর্মপরিধি