অন্তরা

অন্তরা শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘শিকল’। একই বছর তিনি ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে অভিনয় করেন। এছাড়া তাকে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে শিশু জোসনার চরিত্রে দেখা যায়। প্রধান নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে ‘পাগল মন’ ছবি দিয়ে। এরপর তিনি ‘বালিকা হল বধূ’, ‘প্রেমের সমাধি’, ‘শয়তান মানুষ’, ‘সুপারম্যান’, ‘আমার মা’, ‘বেইমানের শাস্তি’, ‘আলিফ লায়লা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, ‘প্রেমের কসম’, ‘নিষ্পাপ বধূ’, ‘লাঠি’, ‘গরীবের অহংকার’ ও ‘পারলে ঠেকাও’ ছবিতে অভিনয় করেন।

অন্তরার জন্ম ঢাকায়। তার পৈতৃক বাড়ি চাঁদপুরে। তার শিক্ষাগত যোগ্যতা আইএ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম পারভীন আক্তার লাকী
জন্মস্থান ঢাকা। পৈতৃক বাড়ি চাঁদপুর।