সাদিয়া আফরিন

বিনোদন বিচিত্রায় সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় আসেন সাদিয়া আফরিন (Sadia Afrin)। মডেলিং উপস্থাপনা প্রভৃতিতে কাজ করে সাদিয়া আফরিন বাংলাদেশী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ডেয়ারিং লাভার ছবিতে আইটেম গানে অভিনয়ের মাধ্যমে। 

জি এম সৈকতের ধারাবাহিক নাটক ‘চিত্রজগৎ’ এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় সাদিয়ার যাত্রা শুরু। তারপরে নীরবে-নীভৃতে, অতঃপর বিয়ে, মন্ত্রী সাহেবের কাছের লোক, জোছনা করেছে আড়ি, ভেলকি চোরা, লাল বানু, কমনসেন্স, নিশিকাব্য, অদৃশ্য শত্রু, বস, একটি লাভ স্টোরি, ধান্দা, রূপসী নাগিন, আপনঘরে পরবাস, মাগো তোমার জন্য, আমি শিল্পী মানুষ, উদিয়মান সূর্য, রাত্রির যাত্রী, মামলাবাজ সহ বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন। বিটিভিতে সুরের সুরভী নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন সাদিয়া। আইটেম গানে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করলেও নায়িকা হিসেবে তার কোন চলচ্চিত্র এখনো মুক্তি পায় নি। তবে অচেনা হৃদয় চলচ্চিত্রে আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয়ের কারণে তিনি বেশ সমালোচিত হন।

সাদিয়া পিরোজপুর সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর পড়াশোনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে।

সাদিয়ার ফেসবুক প্রোফাইল: Sadia Afrin

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সাদিয়া আফরিন
ডাকনাম সাদিয়া
জন্মস্থান বাগেরহাট। পৈতৃকবাড়ি পিরোজপুর।