কাহিনী সংক্ষেপ
দুটি খুনের ঘটনার অনুসন্ধানে করতে গিয়ে এডিসি হেদায়েত ও তার দল ঘটনাস্থলে আলামত হিসেবে প্রাপ্ত লিপস্টিকের চিহ্ন থেকে চিত্রনায়িকা মাধুরীর সম্পৃক্ততার আভাস পান। একই সময়ে আরও দুটি খুনের ঘটনা ও আরেকটি সম্ভাব্য খুনের ঘটনাস্থল থেকে মাধুরীর সহকারী আতর আলিকে গ্রেফতার করে তারা। আতর আলিকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ খুঁজে পাওয়া যায়। কিন্তু আতর আলি জেলে বন্দী থাকাকালীন খুন হন প্রযোজক আলতাফ শেঠ। আবারও রহস্যের সৃষ্টি হয়, কে করছেন এই খুনগুলো?



রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।