কাহিনী সংক্ষেপ
জন্ম দিয়েই মা মারা যায় বিচ্ছুর। ১০ বছর বয়স পর্যন্ত সে গ্রামের একটি শিশু সদনে বেশ আরামেই ছিল। এরপর তাকে যেতে হয় এতিমখানায়। কিন্তু সেখানে অতিমাত্রায় শাসন ও অত্যাচারে অতীষ্ঠ হয়ে ওঠে সে। একসময় পালিয়ে চলে আসে ঢাকায়। পকেটে কোনো টাকা নেই। বন্ধুত্ব হয় আরও দুই অনাথ বালক বুলেট ও জসিমের সঙ্গে। ওদের হাত ধরে চলে আসে অন্ধকার জগতে। এখানে পরি তাকে খুব স্নেহ করে। পরি বিয়ের নামে প্রতারণা করে বেড়ায়। এক অপারেশনে গিয়ে ধরা পড়ে বিচ্ছু। বিচ্ছুর মাঝে নিজের হারানো সন্তানের ছায়া খুঁজে পান রাজ্জাক। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে আকাশ কত দূরে।
চমৎকার একটি মুভি