নওশাবা আহমেদ

নওশাবা আহমেদ একজন অভিনয় শিল্পী এবং মডেল। মূলত ছোটপর্দায় কাজ করেন তিনি। তবে বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন নওশাবা। পাশাপাশি বিভিন্ন পন্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

নওশাবা ২০১১ সালে মুকুল আহমেদ পরিচালিত মঞ্চনাটক সোনাটা (Sonata)য় অভিনয় করেন। ছোটপর্দায় নওশাবার প্রথম নাটকের নাম ছোটবেলা বড়বেলা। অভিনীত প্রথম ধারাবাহিক জুয়েল মাহমুদ পরিচালিত ললিতা। তিনি দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইকরি মিকরি চরিত্রে কণ্ঠদান ও পাপেটটি পরিচালনার সাথে যুক্ত ছিলেন। সিসিমপুরের ভূতো পাপেট চরিত্রেও তিনি অভিনয় করেন।

বাংলালিংকের লেডিস ফার্স্টের বিজ্ঞাপন ছিল তার প্রথম বিজ্ঞাপন। এছাড়াও তিনি গ্রামীণফোন, বিবিসি সংলাপ, নেসক্যাফে, ম্যারিডিয়ান চিপস ও টেলিটকের বিজ্ঞাপনে অভিনয় করেন।

অভিনয়ের মানুষ নওশাবা গানের ভুবনেও আসতে চান। স্বামী আহমেদ এহ্সানুর রহমান জিয়ার সঙ্গে ‘স্কারলেট স্কাই’ নামের একটি অ্যালবাম বের করবেন তিনি, এমনটা শোনা গিয়েছিল ২০১৩ সালে। গানগুলো লিখেছেন নওশাবা ও সংগীতায়োজন করছেন জিয়া। শেষ পর্যন্ত অবশ্য অ্যালবামটি মুক্তির কোন খবর পাওয়া যায় নি। চারুকলার ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের ছাত্রী ছিলেন নওশাবা। তিনি সুযোগ পেলেই আঁকাআঁকি করেন। মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি ও যাপিত জীবনের ছবি আঁকেন।

নওশাবার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম। শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করে হলিক্রস স্কুল ও কলেজে ভর্তি হন নওশাবা। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এ মাস্টার্স সম্পন্ন করেন।

২০০৩ সালে এহসানুর রহমান জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওশাবা। ২০১২ সালে তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় প্রকৃতি নাজারিনা আহমেদ বেলা।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কাজী নওশাবা আহমেদ
ডাকনাম নওশাবা
জন্মস্থান আদাবর, শ্যামলী।