এস ডি রুবেল

বাংলা মেলোডি গানের শ্রোতাপ্রিয় শিল্পী এস ডি রুবেল। একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান পরিচালক, অভিনেতা ও প্রযোজক। এ পর্যন্ত প্রায় দেড় হাজার গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের জন্যও প্লে-ব্যাক করেছেন। তিনি ‘লাল বেনারসি জড়িয়ে তুমি যে’, ‘অনেক বেদনা ভরা আমার এ জীবন’, ‘আমার একটা সাথী ছিল গ্রামের বাড়িতে’, ‘তোমার নীল নীল নীল চোখে’, ‘মন যেন মায়াবী পাখি’, ‘আজকের দিনটার কোনো নাম নেই’ গানের মধ্য দিয়ে দেশব্যাপী ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেন।

তিনি সরকারি অনুদানের ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্র পরিচালনা করেন।

এস ডি রুবেল পরপর তিনবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে বাংলাদেশের সংগীত শিল্পীদের মাঝে শ্রেষ্ঠ করদাতা হিসেবে জাতীয় সম্মাননা ও ‘সিআইপি’ সম্মাননা পেয়েছেন। এছাড়া বাচসাস, বাবিসাস, বিসিআরএ, ট্র্যাব’ পুরস্কারসহ শতাধিক সরকারি-বেসরকারি সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসের বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব লস অ্যাঞ্জেলস থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম এস ডি রুবেল