কাহিনী সংক্ষেপ
হিজড়াদের জীবনধারা নিয়ে চলচ্চিত্র শিখন্ডী কথা (Shikhandi Kotha)। দুটি মেয়ের পর তৃতীয় সন্তান ছেলে হওয়াতে রমজেদ মোল্লা এবং রামেলার সংসারে আনন্দের জোয়ার বয়ে যায়। ছেলেকে সাত রাজার ধনের সাথে তুলনা করে রমজেদ তার নাম রাখে রতন। শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে রতনের দেহের অসংগতি প্রকট হতে শুরু করে। তার পরিবারের লোকজনসহ গ্রামের সবাই বুঝতে পারে রতন আসলে পুরুষ না, হিজড়া। স্কুলে বন্ধু ও গ্রামের লোকদের তিরস্কারে অতিষ্ঠ রতনকে ভালোবাসার কথা বলে সান্ত্বনা দিত নিতাই। হিজড়া ডেরা থেকে রতনকে নিতে এলে রামেলা তাদের তাড়িয়ে দেয়। রতনের বড় বোনের বিয়ের সময় বর পক্ষের লোকজন মেয়ে সাজে রতনকে দেখে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। বিয়ে ভাঙার পর রমজেদের মার খেয়ে রতন বুঝতে পারে, এ সমাজের কেউ তাকে আশ্রয় দেবে না। বাধ্য হয়ে রতন আশ্রয় নেয় হিজড়া ডেরায়। সেখানে তার নাম দেওয়া হয় রত্না। কালী মাসির তত্ত্বাবধানে হিজড়া ডেরায় আরো অনেক হিজড়ার সাথে বেড়ে উঠে রত্না।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।