কাহিনী সংক্ষেপ
সুমন ও প্রসূন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সুমন একটু মাস্তান ধরনের ছেলে। কিন্তু নিজের ভালোবাসার কথা প্রসূনকে জানানোর মতো সাহস তাঁর নেই। একদিন বিশ্ববিদ্যালয়ে মারামারির সময় প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। মারামারি করতে দেখে সুমনের প্রতি প্রসূনের একধরনের ঘৃণা জন্মায়। সেই ঘৃণাকে কি সুমন ভালোবাসায় রূপান্তর করতে পারবেন!
ভার্সিটির মেধাবী ছাত্র আসিফ দুর্বল হয়ে পড়ে আরেক ছাত্রী রুপার প্রতি। কিন্তু রুপা ভালোবেসে ফেলে গ্যাংস্টার রুদ্রকে। রুপার ভালোবাসা পেয়ে ভাল পথে ফিরে আসতে চায় রুদ্র। কিন্তু গ্যাংস্টারদের হোতা সুলতান ভাইয়ের চক্রান্তের কাছে জীবন দিতে হয় রুদ্রকে। চোখের সামনে আপনজনকে হারিয়ে এলজাইমার (স্মৃতিভ্রষ্ট হওয়া মানসিক রোগ) এ আক্রান্ত হয় রুপা । ঘটনাক্রমে ফিরে আসে আসিফের কাছে। খুঁজতে থাকে তার চেনা মানুষের অচেনা হৃদয়কে…