কাহিনী সংক্ষেপ
বঙ্গরাজের এক পরগনার কাজী সাহেবের একমাত্র দশ বছরের মেয়ে জোসনাকে সাপে কাটে। তাকে বাঁচানোর সকল চেষ্টা ব্যর্থ হলে কলার ভেলায় ভাসিয়ে দেয়া হয় নদীতে। ভাসতে ভাসতে সেই ভেলা নদীর তীরের একটি বেদে বহরের কাছে এসে থামে। বেদে বহরের নিঃসন্তান বেদে সর্দার তাকে ভালো করে তোলে এবং জোসনা নামেই নিজের নাতনির মতো একজন পেশাদার বেদেনি হিসেবে গড়ে তোলে। জোসনা একদিন রাজবাড়ি থেকে সাপখেলা দেখিয়ে ফেরার পথে বঙ্গরাজের উজিরপুত্র মোবারক জোসনার সম্মানহানি করতে চায়, আর এমন সময় রাজকুমার আনোয়ার এসে তাকে উদ্ধার করে। এক পর্যায়ে তাদের মধ্য গভীর প্রেম হয়ে যায়।
মুভিটা আমি যশোরের মনিহার সিনেমা হলে দেখেছিলাম যদিও আমি তখন অনেক ছোট ছিলাম। তখন ভালো লেগেছিল কিন্তু বিষয়বস্তু তেমন মনে করতে পারছি না, সুযোগ পেলে আবার দেখে বিস্তারিত লিখব। ধন্যবাদ।
আমি তো তখনো পুচকে ছিলাম। সে সময় ছিল বাংলা সিলেমার স্বর্ণ যুগ।দাদি চাচিরা এখনো বেদের মেয়ে জোসনা টিভিতে হলে মিস করবে না।