Select Page

মেঘকন্যার যাত্রা

মেঘকন্যার যাত্রা

একই সিনেমায় তিন রূপে পাওয়া যাবে ফেরদৌসকে। আর তার পাশে থাকছেন উঠতি নায়িকা নিঝুম রুবিনা। এ খবর সবাই জানেন। সিনেমাটি নাম ‘মেঘকন্যা’। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিনহাজ অভি। এটি তার অভিষেক সিনেমাও।

12191535_1218018978225305_4239552341546903524_n

৭ নভেম্বর ‘মেঘকন্যা’র শুটিং শুরু হবে। এর আগে ৪ নভেম্বর হয়ে গেল মহরত। এতে উপস্থিত ছিলেন ফেরদৌস, রুবিনাসহ সংশ্লিষ্টরা।

এসআই টুটুল থাকবেন সিনেমাটির সংগীত পরিচালনায়। ক্যামেরায় থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। দৃশ্যধারণ হবে ঢাকা, বান্দরবান, কক্সবাজার ও ব্রাক্ষ্মণবাড়িয়ায়।

‘মেঘকন্যা’য় কেমন চরিত্রে দেখা যাবে— এ প্রসঙ্গে সম্প্রতি ফেরদৌস বলেন, ‘প্রথম দিকে মনে হবে খুবই খারাপ মানুষ। মাঝের দিকে এ ভুলটা একটু ভাঙবে, মনে হবে, নাহ যতোটা খারাপ ভেবেছিলাম ততোটা না। ছবির শেষ দিকে গিয়ে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে, চরিত্রটি আসলে খুবই ভালো।’

12193856_722089847935068_1351251985267068917_n

অন্যদিকে নিজের চরিত্র প্রসঙ্গে নিঝুম রুবিনা এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবিটির নামের মতো কাহিনীও বেশ সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। তা ছাড়া এই ছবিটিতে আমি ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারে বেশ বড় একটা বিষয়। কারণ আমি এই ছবিতে প্রথমে ২০ বছরের একটি মেয়ের চরিত্রে এবং পরে আবার ১৫ বছর পরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। একই ছবিতে দুই বয়সের চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি আশাবাদী ছবিটি আমার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে।’

 


মন্তব্য করুন