Select Page

বৃষ্টি মুখর দিনে হাউজফুল হল

বৃষ্টি মুখর দিনে হাউজফুল হল

Poddo-iner_thereport24

ঈদের প্রথম দুদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। কিন্তু সিনেমা দর্শকদের কাছে তা বাধা হয়ে দাঁড়ায়নি। দর্শক ছুটে গেছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন প্রিয় তারকার সিনেমা।

এবারের ঈদে বড়পর্দায় ৩টি ছবি মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমায় আলাদা ঘরানার হওয়ায় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। ফলে দুই শতাধিক হলে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো করছে। অনেক হল এ দিন হাউজফুল গেছে। অনেক দর্শক ফিরেও গেছেন।

অগ্নি ২’ ও ‘লাভ ম্যারেজ’র মধ্যে চলছে মূল লড়াই। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত ‘লাভ ম্যারেজ’ রেকর্ড সংখ্যক ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি টু’ বাংলাদেশে মুক্তি পেয়েছে ১০৮টি প্রেক্ষাগৃহে। দুটি সিনেমায় তারকাদের কারণে আগে থেকে হিট। অন্যদিকে ট্রাইপড স্টুডিও প্রযোজিত ‘পদ্মপাতার জল’ ২৭টি প্রেক্ষাগৃহ এবং বিভিন্ন জেলা শহরের অডিটোরিয়ামসহ প্রায় ৩০টি স্থানে মুক্তি পেয়েছে। সিনেমাটির দর্শকও মডারেট। হিট ফ্লপ যাই করুন— বড় পরিসরে একটু অন্য ধরনের সিনেমার নতুন সূচনা এটি। এখনো পর্যন্ত সিনেমাটি ভালো রিভিউ পেয়েছে।

সব মিলিয়ে প্রথম দুদিনের ব্যবসায় প্রদর্শকরা খুশি। বৃষ্টি না থাকলে আরো বেশি দর্শকের আশা করছেন তারা।


মন্তব্য করুন