Select Page

নিরব-মম নয়, নির্মাতাই বাদ

নিরব-মম নয়, নির্মাতাই বাদ

valobhese-tor-hobo-nirob-momo

১৯ জুলাই এফডিসিতে বেশ ঘটা করে বিএফডিসি’তে ‘আমি শুধু তোর হবো’র মহরত হলো। ২৫ জুলাই নির্ধারিত সময়ে শুটিং শুরু হয়নি। ৫ দিন পর উল্টো পরিচালক রফিক শিকদার জানালেন, অন্য কোনো ব্যানার ও তারকা নিয়ে সিনেমাটি শিগগিরই শুরু হবে।

এভাবেই ধাক্কা খায় নিরবজাকিয়া বারী মম অভিনীত প্রথম সিনেমা। অবশ্য দৃশ্যপট পাল্টাতে সময় লাগল না। প্রজেক্ট থেকে উল্টো বাদ পড়লেন নির্মাতা রফিকই।

এখন জানা গেল অন্য কথা। নাম, গল্প আর নির্মাতা বদলে আগে টিমই থাকছে ‘ভালোবেসে তোর হবো’ নামের সিনেমায়।

এমটি মিডিয়া এন্ড ফিল্মসের ব্যানারে এই ছবিটির শুটিং শুরু হচ্ছে ৬ আগস্ট। ‘ভালোবেসে তোর হবো’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চমকে যাওয়ার বিষয় হলো, সিনেমাটির ফার্স্টলুকে পরিচালকের নাম হিসেবে বাবুকে দেখা যাচ্ছে।

আরো জানা গেছে, বুধবার সকালে বান্দরবানের উদ্দেশে রওয়ানা হয়েছে ‘ভালোবেসে তোর হবো’ টিম। শনিবার থেকে শুরু হবে গানের দৃশ্যধারণ, চলবে বুধবার পর্যন্ত। এরই মাঝে গল্প গুছিয়ে নেবেন আব্দুল্লাহ জহির বাবু।

এ ধরনের কাণ্ড ঢালিউডে আগে দেখা যায়নি। দেখা যাক এবার কী হয়!


মন্তব্য করুন