Select Page

জায়েদের টার্নিং পয়েন্ট ‘অন্তরজ্বালা’

জায়েদের টার্নিং পয়েন্ট ‘অন্তরজ্বালা’

jayed-khan

চলচ্চিত্রে জায়েদ খানের অভিষেক এক দশক আগে। পায়ের নিচে শক্ত মাটি না পেলেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তার ফল পেয়েছেন অবশেষে। মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’য় দেখা যাবে জায়েদকে।

সিনেমায় দেখা যাবে, বেকার যুবক আলাল বাংলা সিনেমা দেখার পোকা। প্রয়াত মান্নার ভক্ত। নিজের নামটিও বদলে রেখেছেন ‘মান্না’। একদিন সিনেমা দেখার টাকা জোগাড় করতে মায়ের গয়না চুরি করেন। পরে বাবা তাকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। এতে কিছুটা এলোমেলো হয়ে যান।

সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ করে পিরোজপুর থেকে সম্প্রতি ঢাকায় ফিরেছেন জায়েদ। এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, ‘আমার ক্যারিয়ারের সেরা ছবি হবে বলে মনে করছি। ছবিটিতে ভিন্ন লুকে, ভিন্ন সাজে দর্শকরা আমাকে দেখতে পাবেন। অনেক কষ্ট করেছি এ চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। এতে আমার বিপরীতে অভিনয় করছেন পরী মনি। এ ছবির জন্য চুল-দাড়ি কাটতে পারছি না। আরও কিছু দৃশ্যের কাজ বাকি রয়েছে। ছবির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে। বাকি ১০ ভাগ হবে ঢাকার অদূরে পুবাইলে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি এ ছবিটি আমার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। চেষ্টা করছি দর্শকদের মনের মতো একটি ছবি উপহার দেয়ার জন্য। ছবিতে আলাল চরিত্রটির মধ্যে বাংলা চলচ্চিত্রের একটি ইতিবাচক দিক তুলে আনার চেষ্টা করা হয়েছে।’


মন্তব্য করুন