Select Page

চিকিৎসা সহায়তা চান মায়া ঘোষ

চিকিৎসা সহায়তা চান মায়া ঘোষ

unnamed

চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। দুই বছরেরও বেশি সময় ধরে এ রোগের চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এখন ওষুধ কেনারও পয়সা নেই। তিনি বর্তমানে রাজধানীর আফতাব নগরের বাসায় শয্যাশায়ী। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। দিন দিন তার অবস্থার অবনতি ঘটছে। তাই রোববার এক সংবাদ সম্মেলন করে বাঁচার আকুতি জানিয়েছেন এই অভিনেত্রী। খবর বাংলা মেইল

সংবাদ সম্মেলনে মায়া ঘোষ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দিনের পর দিন শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছি। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং একসময় বিনা পয়সায় যেসব নির্মাতার কাজ করে দিয়েছি আজ তারাও আমার খবর নেন না। এ মুহূর্তে জি এম সৈকত আমার পাশে এগিয়ে আসায় এখন কিছুটা আশার আলো দেখছি। আমার বিনীত আবেদন, প্রধানমন্ত্রী এবং দেশের মানুষ আমাকে বাঁচান। দীর্ঘদিন অভিনয় ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে শরণার্থীদের সহযোগিতা করেছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সবসময়ই অসহায় দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। তাই আমিও বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান।’

সংবাদ সম্মেলনে মায়া ঘোষ ছাড়াও ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা জি.এম সৈকত,নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্দেশক ডি. এ তায়েবসহ অনেকেই।

‘পদ্মা নদীর মাঝি’, ‘চাপা ডাঙার বউ’, ‘সন্তান যখন শক্র’সহ প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মায়া ঘোষ।


মন্তব্য করুন