Select Page

খিজির হায়াত খানের নতুন ছবি

খিজির হায়াত খানের নতুন ছবি

KHKনিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে খেলাকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান নতুন চলচ্চিত্র নির্মানের কাজে হাত দিয়েছেন। ইতোমধ্যে ছবির নাম চূড়ান্ত হয়েছে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রতিরুদ্ধ’।
ছবির পরিচালক খিজির হায়াত খান সম্প্রতি বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র সাথে একান্ত সাক্ষাতকারে তার নতুন চলচ্চিত্র সম্পর্কে জানান।
“যখন সিস্টেম ন্যায়বিচার করতে পারে না তখন নতুন এক সিস্টেমের জন্ম দেয়’ – এই থিমের উপর নির্ভর করে চলচ্চিত্রটি নির্মিত হবে। কেএইচকে প্রোডাকশন্স এর ব্যানারে নির্মিতব্য ছবির কাহিনীকার খিজির হায়াত খান, তার সাথে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন সাকিব রায়হান।

বর্তমানে ছবিটির চিত্রনাট্য তৈরীর কাজ চলছে, আগামী বছরের মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

ছবিটি সম্পর্কে তিনি বলেন, পলিটিক্যাল থ্রিলার বলতে অনেকে আন্ডারওয়ার্ল্ডকে বুঝে থাকে। আমার এ ছবিটি আন্ডারওয়ার্ল্ড নিয়ে নয় বরং অনেক বেশী পলিটিক্যাল ঘরানার। সব কিছু ঠিকভাবে করা সম্ভব হলে আমি আশা করছি ‘প্রতিরুদ্ধ’ অনেক ভালো একটি ছবি হবে।

ছবিটির অভিনেতা এখনো চূড়ান্ত হয় নি। তবে পরিচালক জানিয়েছেন কাহিনির মতো অভিনেতা নির্বাচনেও চমক থাকবে।

খিজির হায়াত খান এর আগে বীরশ্রেষ্ঠ মতিউরের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ এবং ‘জাগো’ নির্মান করেন।


১ টি মন্তব্য

মন্তব্য করুন