Select Page

ইউটিউবে নেই ‘রোমিও ভার্সেস জুলিয়েট’

ইউটিউবে নেই ‘রোমিও ভার্সেস জুলিয়েট’

BG_romio_405299258

বেশ ঘটা করে শুক্রবার ইউটিউবে আপ করা হয় আশোক পাতি পরিচালিত ‌‘রোমিও ভার্সেস জুলিয়েট’ চলচ্চিত্রের ট্রেলার। কিন্তু রবিবার সকালে ওই লিঙ্কে গিয়ে দেখা যায় ট্রেলারটি সরিয়ে ফেলা হয়েছে।আলোচিত চলচ্চিত্রটিতে লগ্নি করেছে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া

কলকাতার এসকে মুভিজের ফেসবুক পাতা থেকে ইউটিউবে গিয়ে দেখা যায় কপিরাইটের কারণ দেখিয়ে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। আর ওই দাবি করছে আরজেড ফিল্মস। এ বিষয়ে এসকে মুভিজ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ছাড়া ইউটিউব থেকে একই কারণ দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে এসকে মুভিজের আরও কিছু ভিডিও- যাতে রয়েছে ওই চলচ্চিত্রের অন্যান্য প্রচারণা ভিডিও। শনিবার এসকে মুভিজের বিমিও চ্যানেলে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ এর টাইটেল গানটি আপ করা হয়।

উল্লেখ, এতদিন শোনা গিয়েছিল চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার আশোক পাতি ও ঢাকার আব্দুল আজিজ। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে আপ করা ট্রেলারে দেখা গেছে ছবিটি পরিচালনা করেছেন আশোক পাতি

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকার মাহিয়া মাহি ও কলকাতার অঙ্কুশ হাজরা। চিত্রায়ন হয়েছে কলকাতা, ঢাকা ও লন্ডনে। ২০১৫ সালের ১৬ জানুয়ারি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ।


মন্তব্য করুন