Select Page

আসছে ‘একাত্তরের ক্ষুদিরাম’

আসছে ‘একাত্তরের ক্ষুদিরাম’

khudiram

সেন্সরের জন্য জমা পড়েছে নাট্যকার মান্নান হীরা রচিত ও পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’।  ছাড়পত্র পেলে ১৬ ডিসেম্বরের আগেই ছবিটি মুক্তি দিবেন বলে জানিয়েছেন নির্মাতা।

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ প্রসঙ্গে মান্নান হীরা বলেন, ‘মঞ্চে-টিভিতে আমার বহু নাটক নিয়ে কাজ হয়েছে। কিন্তু আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের ওপর পূর্ণদৈর্ঘ্য ছবি বানাব। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সরকার একটি চলচ্চিত্র নির্মাণে যে পরিমাণ অনুদান দেয় তাতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তবু সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের মুক্তিযুদ্ধে নানা ধরনের নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল তারই প্রতিফলন দেখা যাবে চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ক্ষুদিরামকে খুঁজে পাবে।’

এফডিসির ৩ নাম্বার ফ্লোরে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ‘একাত্তরের ক্ষুদিরাম’ এর মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে ডিসেম্বরে ছবিটির শুটিং শেষ হয়। অভিনয় করেছেন- মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। এ ছাড়া স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ শিশুশিল্পী অভিনয় করেছে। চিত্রগ্রহণে ছিলেন মাহফুজুর রহমান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ, সহযোগী নির্দেশনায় এম এ আউয়াল, প্রধান সহকারী পরিচালক মো. শফিউল্লাহ সোহাগ ও সঙ্গীত করেছেন সূজয় শ্যাম।

মান্নান হীরা এর আগে ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামে দুইটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন।

 

 

 

 


মন্তব্য করুন