Select Page

আবু সাইয়ীদ : বাংলাদেশের ঋতুপর্ণ

আবু সাইয়ীদ : বাংলাদেশের ঋতুপর্ণ

abu-bg20130922051212আজকে (৫.০৯.১৫) পাবলিক লাইব্রেরিতে “আবু সাঈয়ীদ চলচ্চিত্র প্রদর্শনী”তে দুইটা ছবি দেখার সুযোগ হল। প্রথমে ‘বাঁশি’। সিম্পল একটা গল্প কিন্তু নির্মাণগুণ ও প্রধান অভিনেতা অভিনেত্রীদের অতি সাবলীল অভিনয়ে শুরু থেকে শেষ অব্দি ছিল খুবই উপভোগ্য। শুধু উপভোগ্য বললে ভুল হবে। শেষ কবে আরাম করে এত স্মুথ স্টোরিলাইনের একটা ছবি দেখেছি মনে পড়ে না। বাংলাদেশী গ্রামীন পটভূমিতে বিশ্বখ্যাত কয়েকটি গল্পের ছায়ানির্ভর ছবিটা ছিল simply a pleasure to watch! কিন্তু সবচেয়ে বড় চমকটা বুঝি অপেক্ষা করছিল পরের জন্য। ‘রূপান্তর’ ছবিটা সত্যিই চমকে দিয়েছে। বাংলাদেশেও যে এরকম ভিন্নধর্মী গল্প নিয়ে ছবি হতে পারে, কে জানত? সমরবিদ্যা তথা তীরনিক্ষেপ নিয়ে, আরও স্পষ্ট করে বললে, স্রেফ ধনুক ধরার টেকনিককে উপজীব্য করে, মহাভারতের প্রেক্ষাপটে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সত্যিই অনেক চ্যালেঞ্জিং। কিন্তু সেটাই হয়েছে, তাও আবার বাংলাদেশে! ফেরদৌসের অভিনয়ে আমি মুগ্ধ। কিন্তু আরও বেশি মুগ্ধ এই ছবির কাহিনীবিন্যাসে। ধনুক বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরতে হয় নাকি তর্জনী ও মধ্যাঙ্গুল দিয়ে, সেই থিমের ওপর বেজ করে; উত্তেজনা, রোমাঞ্চ আর শৈল্পিকতায় মোড়া প্রায় দেড়ঘন্টার একটা চিত্রনাট্য লেখা সহজ ব্যাপার না। কিন্তু আবু সাঈয়ীদ স্যার সেটাই করে দেখিয়েছেন। আবার সেটা পর্দায় উপস্থাপনও করেছেন মনোমুগ্ধকরভাবে।

সবমিলিয়ে মাত্র দুটি ছবি দেখেই আবু সাঈয়ীদের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেলাম আমি। জানি না আমাদের দেশের চলচ্চিত্রবোদ্ধারা কেন এই অসামান্য গুণী মানুষটিকে তেমন একটা হাইলাইট করেন না। কিন্তু আমি আমার স্বল্প বিচারবুদ্ধিতে একটা জিনিস বুঝলাম, পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে যদি ঋতুপর্ণ ঘোষ নামে কেউ থেকে থাকেন, বাংলাদেশে তেমন আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আবু সাঈয়ীদ। (অনেকে এই তুলনাকে বাড়াবাড়ি বলতে পারেন, কিন্তু আমার মনে এই বিশ্বাসই জন্মেছে যা সহজে ভাঙবার নয়) কিন্তু আফসোস, এতদিন তাঁর কোন ছবি দেখি নাই। তবে যাইহোক, জি সিরিজকে ধন্যবাদ যে তারা আবু সাঈয়ীদের ছয়টি ছবি নিয়ে ৩০০ টাকা মূল্যের ডিভিডি প্রকাশ করেছে। কিনে ফেলেছি ডিভিডিটা। এবার অপেক্ষার পালা, ঈদের ছুটিতে সব কয়টি ছবি দেখে ফেলার। আপনারাও কিনে ফেলতে পারেন ডিভিডিটা। না, ডিভিডির বিজ্ঞাপন করছি না। যারা সত্যিকারের হৃদয়গ্রাহী জীবনঘনিষ্ঠ ও তথাকথিত ‘ভিন্নধারা’র ছবি দেখতে চান, তাদের অবশ্যই উচিৎ আবু সাঈয়ীদের ছবিগুলো দেখা।


মন্তব্য করুন