২০০৯ সালে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’। মুক্তির পর ছবিটি সারা দেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। টানা অনেক দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। মধ্যে লম্বা বিরতির পর গত বছর এপ্রিলে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। প্রথমটির মতো বাণিজ্যিক সাফল্য না পেলেও ছবিটি দর্শকের কাছে সমাদৃত হয়।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
পুরষ্কার
পুরষ্কার | বছর | ফলাফল | বিভাগ/গ্রহীতা | চলচ্চিত্র |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০০৩ | জয়ী | শ্রেষ্ঠ কাহিনী | আধিয়ার |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০০৯ | জয়ী | শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | মনপুরা |