শাম্মী আখতার

বাংলাদেশের সংগীতাঙ্গনে সুরের পাখি হিসেব পরিচিত শাম্মী আখতার। আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রের গানে যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুরে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’ ইত্যাদি। তিনি জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির শিরোনাম গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাম্মী আখতারের জন্ম ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে। তার গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। তিনি ২০১৮ সালের ১৬ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামশাম্মী আখতার
জন্ম তারিখসেপ্টেম্বর ২২, ১৯৫৩
মৃত্যু তারিখজানুয়ারি ১৬, ২০১৮
জন্মস্থানযশোর

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী ভালবাসলেই ঘর বাঁধা যায় না