সাব্বির হাসান লিখন

সাব্বির হাসান লিখনের (Sabbir Hasan Likhon) এর পরিচয় বেশ কয়েকটি। তিনি একজন দন্তচিকিৎসক, অভিনেতা, রেডিও জকি, গায়ক, উপস্থাপক ইত্যাদি। পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন।

২০১০ সালে রেডিও জকি হওয়ার মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন সাব্বির। ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র থাকাকালীন আরজে হওয়ার শখ বাস্তবায়ন করে মিডিয়ায় পথ চলা শুরু করেন সাব্বির, পরিচিত হন রেডিও টুডে’র আরজে সাব্বির নামে। মনসুবা জংশন নামে শিহাব শাহীন পরিচালিত টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে টিভি পর্দায় উপস্থিত হন। ২০১৩ সালে একটি একক অ্যালবাম বের করেন তিনি, নাম “স্বপ্ন মিছিলে”। এছাড়াও চ্যানেল ২৪ এর রিয়ালিটি শো আরএফএল হোম মেকার অফ দা ইয়ার এর উপস্থাপনা করেছেন তিনি।

সাব্বির রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা ডেন্টাল কলেজে এবং দন্ত চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করেন।

সাব্বির হাসান লিখনের ফেসবুক প্রোফাইল: Sabbir Hasan Likhon

তার ফেসবুক পেজ: Rj Sabbir

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামসাব্বির হাসান লিখন
ডাকনামসাব্বির
জন্মস্থানরংপুর।