সুমাইয়া শিমু

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। খন্ড নাটক এবং ধারাবাহিক নাটকের নিয়মিত অভিনেত্রী, পাশাপাশি গুটিকয়েক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও নিয়মিত হন নি, মাঝে মধ্যে বিজ্ঞাপনে মডেলিং করেন। অভিনয়ের সাথে পুরোদমে চালিয়ে গেছেন পড়াশুনাও, পিএইচডি করছেন মিডিয়া বিষয়ে। 

সুমাইয়া শিমু অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন, কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছেন বেশী। বিশেষ করে তুহিন অবন্তের ‘মনোবাসিতাল’ ও সাইদুর রহমান রাসেলের ‘মধুরা’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলেন তিনি। কবি নজরুলের গল্প অবলম্বনে কাওনাইন সৌরভের নাটক ‘অভিমানিনী’। এ নাটকে ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ নাটকটিরও ভালো দর্শক জনপ্রিয়তা পেয়েছে। বলা হয় স্বপ্নচূড়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় সুমাইয়ার শিমুর জীবনের টার্নিং পয়েন্ট। এছাড়া ললিতা নাটকেও তিনি বেশ ভালো অভিনয় করেন।

সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে এমএসএস করার পর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে এমফিল শেষ করে বর্তমানে পিএইচডি করছেন। তিনি ‘শৈল্পিক ও আর্থসামাজিক বাস্তবতার পেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ এই বিষয়ের ওপর গবেষণা করছেন। গবেষনায় ব্যস্ততার কারণে তিনি অভিনয় থেকে কিছু দূরে আছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সুমাইয়া রহমান শিমুল
জন্মস্থান নড়াইল।

কর্মপরিধি