ইলোরা গহর

ইলোরা গহর (Elora Gohor) প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন সূর্য দীঘল বাড়ি-তে। সে সময় তিনি পঞ্চম শ্রেণীতে পড়তেন। প্রথম ছবিতে অভিনয়ের মাধ্যমেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেন। পরবর্তীতে প্রায় আঠারো বছর পরে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিফিল্ম চড়ুইভাতি-তে অভিনয় করার মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন।

ইলোরা গহরের বাবা প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক বিজয়ী নঈম গহর।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ শিশু শিল্পী সূর্য দীঘল বাড়ী