মৌটুসী বিশ্বাসের (Moutushi Biswas) অনেক গুণ – তিনি নাচেন, মডেলিং করেন, উপস্থাপনা করেন, অভিনয়ও করেন। ব্যাচেলর সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখলেও নায়িকা হিসেবে ইউটার্ন চলচ্চিত্রে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন।
একুশে টেলিভিশনের ‘অ্যাডভেঞ্জার বাংলাদেশ’ নামক অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় মৌটুসীর যাত্রা শুরু হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘একান্নবর্তী’ নাটকের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। একাধিক বিজ্ঞাপনে মডেলিং করেছেন মৌটুসী। ব্যাচেলরের পর নয় ছয় নামে এক চলচ্চিত্রে অভিনয় করলেও নানা কারণে ছবিটি কখনো মুক্তি পায় নি।
ইত্তেফাকের সাথে এক সাক্ষাতকারে মৌটুসী গৌতম ঘোষ, অপর্ণা সেন, গোলাম হায়দার কিসলু, ক্যাথরিন মাসুদ, ‘অটোগ্রাফ’ খ্যাত পরিচালক শ্রীজিত মুখার্জী’র পরিচালনায় কাজ করার স্বপ্ন দেখেন বলে জানান।
মৌটুসী জন্মেছেন খুলনায়। তার আরিয়ার নামে একটি কন্যা সন্তান রয়েছে।