
মুক্তি পেল ‘তারকাঁটা’ ও ‘শবনম’

‘তারকাঁটা’ মোস্তফা কামাল রাজ পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ ও মিম। ইতিমধ্যে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এর আগে জনপ্রিয় এই নির্মাতা ‘প্রজাপতি’ নামে একটি চলচ্চিত্রে নির্মাণ করেছিলেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ’ছায়া-ছবি‘ এখনো মুক্তি পায়নি।
অন্যদিকে একই দিন ‘ফিল্মস ইন্টারন্যাশনাল’-এর সার্বিক তত্ত্বাবধানে পনের বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘শবনম’। শিবলী সাদিক পরিচালিত এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিলো ১৯৯৮-৯৯ সালে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও কলকাতার অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী।
Eta ekta movie holo