কাহিনী সংক্ষেপ
ইয়াশের মায়ের বিদেশে চিকিৎসার খরচের জন্য তার অফিসের বস রিজভী খানের কাছে সহযোগিতা চায়। রিজভী খান একটি শর্তের বিনিময়ে তার মায়ের চিকিৎসার খরচ দিতে রাজি হয়, শর্তটি হচ্ছে ইয়াশকে রিজভী খানের মেয়ে আশাকে বিয়ে করতে হবে। ইয়াশ রিজভী খানের শর্ত মেনে তার মায়ের চিকিৎসা করায়। একসময় রিজভী খান তার ব্যবসার অন্ধকার দিকগুলো ইয়াশকে বুঝিয়ে দেয়। ব্যবসায়ী শওকত চৌধুরী রিজভী খানকে ধ্বংসের পরিকল্পনা করে এই কারণে ইয়াশকে দিয়ে রিজভী খান শওকত চৌধুরীকে খুন করায়। ইয়াশ জড়িয়ে যায় অন্ধকার জগতের সঙ্গে এবং হয়ে উঠে অনেক ক্ষমতাধারী এক ব্যবসায়ী। ইয়াশ এক রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাশেদ সাহেবকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। পরে একদিন রাশেদ সাহেবকে হাসপাতালে দেখতে যায় ইয়াশ এবং তার স্ত্রী আশা; সেখানে দেখা হয়ে যায় ইয়াশের আগের প্রেমিকা মায়ার সঙ্গে। কিন্তু মায়া হচ্ছে রাশেদ সাহেবের স্ত্রী। একসময় ইয়াশ মায়াকে সবকিছু জানায় এবং বলে কেন ইয়াশ মায়াকে রেখে আশাকে বিয়ে করতে বাধ্য হয়। সবকিছু জেনে মায়া এবং ইয়াশ আবার ঘনিষ্ঠ হতে থাকে। কাহিনী মোড় নেয় নতুন দিকে।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।