কাহিনী সংক্ষেপ
স্কুল শিক্ষক মিনহাজ সাহেবের বড় ছেলে আরিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজধানীতেই চাকুরি করছেন। সঙ্গে থাকেন স্ত্রী এবং সদ্যজাত শিশুকন্যা। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ ছোট্ট এ পরিবারটিতে নেমে আসে আঁধার। পাকবাহিনির আক্রমণ থেকে বাঁচতে আরিফ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। স্ত্রী ও শিশুকন্যাকে পিতা এবং একমাত্র ছোটবোন নীলার কাছে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয় সে। যুদ্ধ যখন শেষের দিকে তখন পরিবারের কাছে খবর আসে, যুদ্ধে আরিফ শহীদ হয়েছে। কিছুদিন পর আরিফের স্ত্রী মিলিকে তার বাবা অন্যত্র বিয়ে দেয়। যুদ্ধ শেষে বাড়িতে ফিরে আসে আরিফ। তারপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।