কাহিনী সংক্ষেপ
১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে একজন নৃতত্ত্ববীদ আবিস্কারের নেশায় বিশেষ পুরাকীর্তি খননের সময় কিছু পোড়ামাটির নিদর্শন খুঁজে পায়। সে সব নিদর্শনের মধ্যে এই নৃতত্ত্ববীদ হরিযূপীয়া শব্দটি খুঁজে পায় অসংখ্য টালিতে। শুরু হয় তার নিরন্তর অন্বেষণ। এই অন্বেষণে একে একে উঠে আসে বাঙ্গালীর নৃতাত্ত্বিক ইতিহাস। নতুন নতুন তথ্য চিরকালীন বিশ্বাস গুলোতে চিড় ধরায়। একজন দার্শনিক ও একজন ভাষাবীদ এই অন্বেষণে যোগ দেন। গণহত্যা চলাকালীন সময়ে তাদের উপলব্ধিতে হরিযুপিয়া শব্দটি এক বিশাল তাৎপর্যে ধরা দেয়। যুদ্ধের সময় খনন কাজ বন্ধ হয়ে যায়। নৃতত্ত্ববীদ, দার্শনিক, আর ভাষাবীদ হয়ে যান আরেক গনহত্যার অনিবার্য একটি অংশ।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।